Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৬:৫২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.মঈন খান। ফাইল ছবি

ঢাকা: জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (৩০ জুলাই) দুপুরে হোটেল লেকশোরে আয়োজিত ‘গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, ‘৫ আগস্ট যদি সত্যিই নির্বাচনের দিন ঘোষণা করা হয়, তবে সেটা যে মাসেই হোক না কেন তা নিয়ে এত বেশি চিন্তার প্রয়োজন নেই। জাতীয় নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

বিজ্ঞাপন

পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, ‘এই পদ্ধতির গভীরে গেলে দেখা যাবে, জনগণ একজন প্রার্থীর পরিবর্তে একটি দলকে ভোট দেয়। ফলে এটি আমাদের দেশের সামাজিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অন্য দেশের সঙ্গে আমাদের দেশের সামাজিক অবস্থা এক নয়। সেক্ষেত্রে এই পদ্ধতি আমাদের দেশে কার্যকর করা যাবে কিনা, তা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

ড. আব্দুল মঈন খান তারিখ নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর