ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী বইমেলা।
‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’ শীর্ষক এই বইমেলা আয়োজন করছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলা একাডেমি। সহযোগিতায় আছে সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলাটির উদ্বোধন করবেন শহিদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখ মিন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা।
মেলায় যা থাকছে:
প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণামূলক আলোচনা থাকবে বইমেলায়।
১ আগস্ট
বিষয় ১: অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে বুদ্ধিজীবীদের ভূমিকা
আলোচক:
– হাসান রোবায়েত (কবি, চিন্তক)
– পুলিন বকসী (লেখক, গবেষক)
বিষয় ২: অভ্যুত্থানে তারুণ্য: নব্বই ও চব্বিশ
আলোচক:
– রুহুল কবির রিজভী (লেখক, গবেষক ও রাজনীতিবিদ)
২ আগস্ট
বিষয় ১: সেন্সরশিপ এবং বাংলাদেশের চিন্তা-জগত
আলোচক:
– ইমরুল হাসান (লেখক, চিন্তক)
– মাহবুব মোর্শেদ (সাংবাদিক, লেখক)
বিষয় ২: অভ্যুত্থানোত্তর বাংলাদেশ গঠনে প্রকাশনা শিল্পের ভূমিকা
আলোচক:
– মোহাম্মদ নাজিম উদ্দিন (লেখক, প্রকাশক)
৩ আগস্ট
বিষয় ১: অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের চিত্র ও চরিত্র
আলোচক:
– কাজল রশীদ শাহীন (সাংবাদিক, লেখক, গবেষক)
– আলতাফ শাহনেওয়াজ (কবি, সাংবাদিক)
– সহুল আহমদ (রাজনৈতিক বিশ্লেষক)
বিষয় ২: অভ্যুত্থান ও নারী
আলোচক:
– মোশাহিদা সুলতানা (শিক্ষক, গবেষক)
৪ আগস্ট
বিষয় ১: বিপ্লবের ন্যায়-অন্যায়
আলোচক:
– আরিফ খান (সহকারী অ্যাটর্নি জেনারেল)
– ফরিদুল হক (রাজনীতিবিদ)
বিষয় ২: বিপ্লবের সংবাদ
আলোচক:
– আমিরুল ইসলাম কাগজী (সাংবাদিক)
৫ আগস্ট
বিষয়: বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে গণঅভ্যুত্থান প্রজন্মের সম্ভাবনা
আলোচক:
– রেজাউল করিম রনি (লেখক, চিন্তক ও সম্পাদক, জবান)
– তুহিন খান (লেখক, চিন্তক)
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে।
মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠান:
অনন্যা, অনিন্দ্য প্রকাশ, অনুপম প্রকাশনী, অনুপ্রাণন প্রকাশন, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যার্ডন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আদর্শ, আহমদ পাবলিশিং হাউস, আহসান পাবলিকেশন্স, ইতি প্রকাশন, ইলান নূর এডিফিকেশন লিমিটেড, একাডেমিয়া পাবলিশিং হাউজ লি., এড়ড়ভর, ঐতিহ্য, কথাপ্রকাশ, কবি প্রকাশনী, কলি প্রকাশনী, কাকলী প্রকাশনী, কিন্ডারবুকস পাবলিকেশন্স, কেন্দ্রবিন্দু, কোয়ান্টাম, গার্ডিয়ান পাবলিকেশন্স, গ্রন্থিক প্রকাশন, ছোটদের সময় প্রকাশনী, জুঁই জেমি প্রকাশনী, জ্ঞান বিতরণী, জ্ঞানকোষ প্রকাশনী, তাকধুম, ত্রয়ী, দারুস সালাম বাংলাদেশ, দি ইউনির্ভাসিটি প্রেস লি. (ইউপিএল), দিব্যপ্রকাশ, ধ্রুবপদ, নালন্দা, পুথিনিলয়, পুথিপ্রকাশ, প্রতিভা প্রকাশ, প্রথমা প্রকাশন, প্রিয়মুখ প্রকাশনী, বাঁধন পাবলিকেশন্স, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি:, বাতিঘর, বাতিঘর প্রকাশনী, বিআইআইটি পাবলিকেশন্স, বিদ্যা প্রকাশ, বিন্দু প্রকাশ, বুক পয়েন্ট, বেঙ্গলবুকস, ভাষাচিত্র, মক্কা পাবলিকেশন্স, মাওলা ব্রাদার্স, মাতৃভাষা প্রকাশ, রাহনুমা প্রকাশনী, লোকমান প্রকাশনী, শিখা প্রকাশনী, শিলা প্রকাশনী, সংস্কৃতি প্রকাশনী, সত্যায়ন প্রকাশন, সন্দীপন প্রকাশন, সময় প্রকাশন, সৃজন, স্টুডেন্ট ওয়েজ, স্বরে অ-সহ দেশের শীর্ষস্থানীয় আরও প্রকাশনা প্রতিষ্ঠান।