Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবলী রুবাইয়াত আজীবন ও শেখ শামসুদ্দিন ৫ বছর অবাঞ্ছিত: বিএসইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৭:৩৩

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে বিএসইসি। একইসঙ্গে বিএসইসি‘র সাবেক কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য অবাঞ্ছিত ঘোষিত করা হয়েছে।

বুধবার ( ৩০ জুলাই) বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) এর ৩ হাজার কোটি টাকার ৫ বছর মেয়াদি বেক্সিমকো সিকিউরড কনভার্টিবল অর রিডিমেবল অ্যাসেট-ব্যাকড গ্রীন সুকুকের প্রস্তাব ২৩ জুন, ২০২১ কমিশনের ৭৭৯ তম কমিশন সভায় অনুমোদিত হয়।

বিজ্ঞাপন

প্রস্তাবিত গ্রীন সুকুকটি ২ হাজার ২৫০ কোটি প্রাইভেট প্লেসমেন্ট (৭৫০ কোটি বিদ্যমান শেয়ার হোল্ডারদের নিকট হতে এবং ১ হাজার ৫০০ কোটি বিদ্যমান শেয়ার হোল্ডারদের ব্যতীত অন্যান্য বিনিয়োগকারীদের নিকট হতে) এর মাধ্যমে এবং ৭৫০ কোটি প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যুর জন্য অনুমোদিত হয়।স্টক ব্রোকারেজ পরিষেবা উক্ত সুকুকের মাধ্যমে উত্তোলিত অর্থ বেক্সিমকো লিমিটেড এর টেক্সটাইল ইউনিটের কার্যক্রম বর্ধিতকরণ এবং উহার দুইটি সাবসিডিয়ারি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প: তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেডে ব্যবহার করে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণের কথা ছিল। উক্ত সুকুকের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ছিল ১০০ টাকা এবং ন্যূনতম সাবসক্রিপশন মূল্য ছিল ৫ হাজার টাকা।

সুকুকের অরিজিনেটর হিসেবে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), ইস্যুয়ার বা ট্রাস্ট/এসপিভি হিসেবে বেক্সিমকো গ্রীন সুকুক আল-ইস্তিসনা’আ, ট্রাস্ট্রি হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ইস্যু ম্যানেজার হিসেবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও অগ্রণী ইকুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, নিরীক্ষক হিসেবে এম. জে. আবেদিন অ্যান্ড কো., চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং ক্রেডিট রেটিং প্রদানকারী হিসেবে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দায়িত্ব পালন করেছে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিধিমালার কতিপয় বিধি হতে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডকে (বেক্সিমকো) কমিশন কর্তৃক অব্যাহতি প্রদান করা হয়। কিন্তু অব্যাহতি প্রজ্ঞাপন সরকারি গেজেটে প্রকাশ হওয়ার পূর্বেই সুকুক ইস্যুর আবেদন ২৩ জুন, ২০২১ তারিখে কমিশন কর্তৃক অনুমোদিত হয় এবং কমিশন কর্তৃক ৮ জুলাই ২০২১ তারিখে সম্মতি পত্র বা কনসেন্ট লেটার ইস্যু করা হয়।

পরবর্তীতে বিধিবহির্ভূতভাবে ক্ষমতা অপব্যবহার করে উক্ত সুকুকের পাবলিক সাবসক্রিপশন পিরিয়ড ২৩ আগস্ট ২০২১ (বিধিমোতাবেক সর্বশেষ সাবসক্রিপশনের পিরিয়ড) হতে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এ বিষয়ে ‘পুঁজিবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটি’ কর্তৃক অনুসন্ধান ও তদন্ত পরিচালিত হয়েছে এবং এর প্রতিবেদন কমিশনে জমা হয়েছে।

এ সকল বিধি বহির্ভূত কারণে বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) এবং কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সারাবাংলা/জিএস/আরএস

পুঁজিবাজার বিএসইসি শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন