ঢাকা: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ায় ১৫ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে টানা আট কার্যদিবস পুঁজিবাজার উত্থান হয়। এরপর সেখান থেকে কিছুটা দর সংশোধন হয়। এতে তিন কার্যদিবস সূচকের পতন হয়। তবে বুধবার (৩০ জুলাই) ফের উত্থানে ফিরেছে পুঁজিবাজার।
বুধবার (৩০ জুলাই) দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫২ পয়েন্টে। যা মঙ্গলবার ৩৪ পয়েন্ট, সোমবার ২৩ পয়েন্ট ও রোববার ৩৭ পয়েন্ট কমে।
এর আগের ৮ কার্যদিবসের (১৫-২৪ জুলাই) মধ্যে গত সপ্তাহের বৃহস্পতিবার ২৮ পয়েন্ট, বুধবার ৯৩ পয়েন্ট, মঙ্গলবার ৫১ পয়েন্ট, সোমবার ২৬ পয়েন্ট, রোববার ৬২ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার শূন্য দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছিল। এই ৮ কার্যদিবসে মোট ডিএসইএক্স বাড়ে ৩৩১ পয়েন্ট।
আজ ডিএসইতে ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৭১৭ কোটি ৩২ লাখ টাকা। সেই হিসাবে আজ লেনদেন বেড়েছে ২৫ কোটি ৮৪ লাখ টাকা, বা ৪ শতাংশ।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫৩ টি বা ৬৩ দশমিক ৫৭ শতাংশের। আর দর কমেছে ৬৭টি, বা ১৬ দশমিক ৮৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৮টি, বা ১৯ দশমিক ৬০ শতাংশ।
অপরদিকে সিএসইতে বুধবার ২৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭টির, কমেছে ৭২টির এবং পরিবর্তন হয়নি ৩৮টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৯২১ পয়েন্টে।
আগের দিন সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট কমেছিল।