Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মামলায় সাবেক এমপি সাদেক-বাদশাসহ গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৭:১৮ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৭:২০

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর তিন থানার আলাদা মামলায় সাবেক এমপি সাদেক খানসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন- গুলশান বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (এডিসি) রফিকুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, সাবেক এমপি আ ক ম সরওয়ার জাহান বাদশা ও মনিরুল ইসলাম মনু।

এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। পরে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক।

এর মধ্যে মনুকে যাত্রাবাড়ী থানার মামলায়, আবুল হাসানকে একই থানার শিক্ষার্থী হাসান উদ্দিন হত্যা মামলায়, সরওয়ার জাহানকে মোহাম্মদপুর থানার সোহেল রানা হত্যাচেষ্টা মামলায়, একই থানার মো. হোসেন হত্যা মামলায় সাদেক খান, রাজধানীর বাড্ডা থানার ইমন হত্যা মামলায় পুলিশের এডিসি রফিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

গত বছরের ২৪ আগস্ট সাদেক খানকে গ্রেফতার করা হয়। চলতি বছরের ২১ এপ্রিল গ্রেফতার হন মনু। ১৭ জুন সরওয়ার জাহান ও গত বছরের ১৭ অক্টোবর রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/আরএম/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর