Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে আসন বাড়ছে, কমছে বাগেরহাটে: ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৭:৫৫

নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে সংসদীয় একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ‘সংসদীয় আসনের সীমানা নির্ধারণ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।’ ইসি জানান, এ সংক্রান্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে ১০ আগস্ট পর্যন্ত। পরে আসনভিত্তিক শুনানি শেষে চূড়ান্ত করা হবে।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘পঞ্চগড়, সিরাজগঞ্জ, ঢাকা, গাজীপুর, সিলেটসহ বিভিন্ন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে টেকনিক্যাল কমিটি ৪২টি আসনে ছোট-বড় সংশোধনের প্রস্তাব দিয়েছে। নির্বাচন কমিশন এসব প্রস্তাব বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

বিজ্ঞাপন

ইসি আনোয়ারুল বলেন, ‘বিশেষায়িত কমিটির প্রস্তাব অনুযায়ী বাগেরহাটে একটি আসন কমবে এবং জনসংখ্যা বিবেচনায় গাজীপুরে একটি আসন বাড়বে।’ আসনপ্রতি গড় জনসংখ্যা ৪ লাখ ২০ হাজার ধরে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের বিশেষায়িত কমিটির প্রতিবেদন প্রথমে সংসদীয় আসন পুনর্নির্ধারণ সংক্রান্ত কমিটির কাছে জমা দেওয়া হবে। এরপর এ কমিটির সুপারিশ নির্বাচন কমিশন সচিবালয় কমিশনের সভায় উপস্থাপন করবে। কমিশনের অনুমোদন পেলে ঠিক কতটি আসনের সীমানায় পরিবর্তন আসছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ইসি বলেন, ‘সীমানা নির্ধারণে ইসি ১৬ জুলাই ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছিল। তারা ভোটারের সংখ্যা অনুযায়ী গ্রেডিং করেছেন। ১, ২, ৩ আসন বিশিষ্ট জেলাকে ভাঙার সুযোগ নেই। এসব জেলার সীমানা বাড়ানো বা কমানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। ২৫০ এর কাছাকাছি জেলার সীমানা পুনর্নির্ধারণে আবেদন ছিল না। তাই এসব জায়গায় পরিবর্তন করা হয়নি।’

নির্বাচন কমিশনার বলেন, ‘সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। এছাড়া ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।’

সারাবাংলা/এনএল/পিটিএম

গাজীপুর পুনর্নির্ধারণ বাগেরহাট সীমানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর