Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান এফ রহমান ও ছেলে শায়ানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৭:৫৪ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ২০:২৬

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার ছেলে আহমেদ শায়ান রহমানও সারাজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩০ জুলাই) কমিশনের ৯৬৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির কমিশন সভা পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডের নাম হিসেবে ‘আইএফআইসি আমার বন্ড’ নামটি ব্যবহারের মাধ্যমে বিনিয়োগে আকৃষ্ট করে ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিণ জিরো ক্যুপন বন্ড’ এর মাধ্যমে টাকা করে বিনিয়োগকারীদের প্রতারিত করার কারণে- আইএফআইসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা অর্থদন্ডে দন্ডিত করার এবং পুঁজিবাজারে আজীবন অবাঞ্চিত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। পাশাপাশি, ব্যাংকের তৎকালীন ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান রহমান কে ৫০ কোটি টাকা অর্থদন্ডে দন্ডিত করার এবং পুঁজিবাজারে আজীবন অবাঞ্চিত)ঘোষণা করার সিদ্ধান্ত নেয় কমিশন।

বিজ্ঞাপন

এছাড়াও, আইএফআইসি ইনভেস্টমেন্টের তৎকালীন সিইও ইমরান আহমেদ-কে ৫ বছরের জন্য পুঁজিবাজার সংক্রান্ত সকল ধরণের কাজে নিষিদ্ধ, আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার এর বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণ ও আইএফআইসি ব্যাংককে সতর্কীকরণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সারাবাংলা/জিএস/আরএস

আহমেদ শায়ান রহমান পুঁজিবাজার বিএসইসি সালমান এফ রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর