Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোরাই ১২৩টি মোবাইলসহ ৫ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৭:৪৬

ডিবির অভিযানে গ্রেফতার ৫ আসামি।

ঢাকা: রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারি চক্রের পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন— মো. নাছির সরকার (৩৮), মো. ইকবাল হোসেন (৫০), আব্দুল রাড়ী (৩৭), মো. আব্দুল কাদের (৫০) ও মো. মনির হোসেন (৩২)।

২৯ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে ডেমরা থানার সুন্না টেংরা এলাকায় এবং রাত সাড়ে ৮টার দিকে ডিএসসিসির নগর ভবনের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি।

তালেবুর রহমান, মঙ্গলবার ডিএমপির ওয়ারী বিভাগ থানাধীন সুন্না টেংরা এলাকা এবং নগর ভবনের সামনে ফুটপাতের ওপর কতিপয় ব্যক্তি বিপুল চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে সংবাদের ভিত্তিতে ডিবি ওয়ারী ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও ৫ জন পালিয়ে যান।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতার আসামিরা মোবাইল ফোন চোরাকারবারি চক্রের সদস্য। তারা চোরাই মোবাইল ফোনগুলো বিক্রির জন্য অবস্থান করছিল। তারা দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি হওয়া মোবাইল ফোন গোপনে সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এইচআই

গ্রেফতার চোরাকারবারি ডিবি রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর