ঢাকা: বিদেশি ঋণের আওতায় নতুন প্রকল্প গ্রহণে উন্নয়ন সহযোগীদের সঙ্গে চুক্তি সইয়ের আগে সাতটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
অতি সম্প্রতি (২৭ জুলাই) এ-সংক্রান্ত পরিপত্র জারি করে এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, সিএজি কার্যালয়সহ সকল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।
পরিপত্রে উল্লেখিত ৭টি শর্ত হচ্ছে—পরিকল্পনা কমিশনের স্তর বিন্যাস অনুযায়ী প্রকলল্পের ডিপিপি/টিএপিপি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন নেওয়া; প্রকল্প পরিচালকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ; উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ বা এর অধীন সংস্থা কর্তৃক প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা; প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল;
পণ্য/পূর্ত/সেবা কাজের ব্যয় প্রাক্কলন ও দরপত্র দাখিলের খসড়া তৈরিকরণ এবং প্রযোজ্য ক্ষেত্রে পণ্য/পূর্ত/সেবা কাজের দরপত্র প্রক্রিয়া থেকে শুরু করে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড প্রদানের পূর্ব পর্যন্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা; উন্নয়ন সহযোগী ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর মধ্যে নেগোশিয়েটেড ঋণচুক্তির অনুবৃত্তিক্রমে প্রযোজ্য ক্ষেত্রে স্বাক্ষরিতব্য সাবসিডিয়ারি ঋণচুক্তির শর্তের বিষয়ে অর্থ বিভাগের সম্মতি গ্রহণ এবং বাস্তবায়নাধীন প্রকল্পের ভৌত নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত পরিষেবা স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার মধ্যে সুস্পষ্ট ও সময়াবদ্ধ সমঝোতা সম্পন্ন করা।
পরিপত্রে বলা হয়েছে, বৈদেশিক অর্থায়ন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা আনয়ন, সময় বিচারে অর্থমান নিশ্চিতকরণ এবং অতিরিক্ত ব্যয় পরিহারের লক্ষ্যে ঋণচুক্তি সইয়ের আগে এসব শর্ত প্রতিপালন করতে হবে। প্রক্রিয়াধীন ও পাইপলাইনভুক্ত সকল পর্যায়ের প্রকল্পের ক্ষেত্রে এসব শর্ত প্রযোজ্য হবে। শর্তগুলো পরিপালনে উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীনস্থ সংস্থাগুলো পিডিপিপি প্রণয়ন পর্যায় থেকে সক্রিয় ভূমিকা পালন করবে।