নীলফামারী: নীলফামারীর ডোমারে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইয়ানুর ডোমারের জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা বলেন, ‘ইয়ানুর আওয়ামী লীগ এর রাজনীতির প্রভাব দেখিয়ে নানান অপকর্মে জড়িত ছিল। বর্তমানেও এলাকার অনেকের অবৈধভাবে জমি দখলসহ নানান ধরনের হুমকি দিয়ে স্থানীয়দের অনেককেই ভয় ভীতির মধ্যে রাখেন।’
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’