চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ এ সংক্রান্ত এক অফিস আদেশে সই করেছেন। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম সোনিয়া সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিএমপি কমিশনারের আদেশ অনুযায়ী, চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বন্দর থানায়, চকবাজার থানার বর্তমান ওসি মো. জাহেদুল কবিরকে চান্দগাঁও থানায় এবং বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।