ঢাকা: অরবিটক অ্যাপের সেবা গ্রহণের ক্ষেত্রে এনআইডি যাচাই করতে নির্বাচন কমিশন ও রেস অনলাইন লিমিটেডের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে।
বুধবার (৩০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অডিটরিয়ামে এই চুক্তি সই হয়।
প্রতিষ্ঠানটি জানায়, এই চুক্তির মাধ্যমে রেস অনলাইন লিমিটেড পরিচালিত অরবিটক অ্যাপ গ্রাহকদের সেবা গ্রহণের পূর্বে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই সেবা আনুষ্ঠানিকভাবে চালু হবে, যা ডিজিটাল নিরাপত্তা ও সেবার মান আরও একধাপ এগিয়ে যাবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এই যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল নিরাপত্তা এবং পরিচয় যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। এনআইডি যাচাই-এ নতুন প্রযুক্তি সংযুক্ত করার ফলে অরবিটক অ্যাপ ব্যবহারকারীরা একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও সুশৃঙ্খল প্ল্যাটফর্মে সেবা গ্রহণ করতে পারবেন।
রেস অনলাইন লিমিটেডের চেয়ারম্যান মিসেস ইলা আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের এই যৌথ পথচলা আমাদের জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের। আমরা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের নিরাপদ এবং নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই উদ্যোগ তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ।’
প্রতিষ্ঠানটি জানায়, অরবিটক একটি ইন্টারনেট ভিত্তিক কলিং অ্যাপ। এ ধরনের অ্যাপ ব্যবহার করতে এনআইডি ভেরিফিকেশন বাধ্যতামূলক। সে কারণেই প্রতিষ্ঠানটি নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি করল।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর, আইডিইএ প্রকল্পের ব্রি জে মো আজিজুর রহমান সিদ্দিকি। আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী মো. আব্দুল মমিন সরকার, পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হাবিবুর রহমান এবং রেস অনলাইন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিসেস ইলা আহমেদ, সিইও ব্রি. জে. মো. আকরামুল হক, সিওও মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা, সিবিও খন্দকার রায়হান হোসেন, জেনারেল ম্যানেজার (টেকনোলজি) মো. মাহবুবুল আলম রিয়াদ, হেড অব রেগুলেটরি অ্যাফেরার্স অঞ্জন বসু, এজিএম ওবায়েদ উল্লাহ এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার সদরুল হাসান উপস্থিত ছিলেন।