Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনটেইনার খুলে ৮৪০ কেজি কিসমিস নেওয়ার চেষ্টা, গ্রেফতার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৯:৫৯

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একটি কাভার্ডভ্যান থেকে ৮৪০ কেজি কিসমিস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্র নিয়মবহির্ভূতভাবে জাহাজ থেকে কনটেইনার নামিয়ে সেটা খুলে কিসমিসগুলো বন্দরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

মঙ্গলবার (২৯ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনসিটি থেকে এসব কিসমিস উদ্ধারের পাশাপাশি কাভার্ডভ্যান জব্দ ও তিনজনকে গ্রেফতার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের সদস্যরা এ অভিযান চালায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার তিনজন হলেন- মো. নাজমুল হোসাইন ভূঁইয়া (৩৫), নুর মোহাম্মদ (২৫) এবং মো. আক্কাছ (২৫)। এদের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় বন্দর কর্তৃপক্ষ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘এনসিটির ডেলিভারি পয়েন্টে সিলবিহীন (খালাসের জন্য তালিকাভুক্ত নয়) একটি কনটেইনার থেকে ৮৪০ কেজি কিসমিস একটি কাভার্ডভ্যানে তোলা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই এবং নিরাপত্তা বিভাগের সদস্যরা সেখানে পৌঁছে কাভার্ডভ্যানে তল্লাশি করে কিসমিসগুলো উদ্ধার করে। এসময় তিনজনকে আটক করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। আজ (বুধবার) তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে।’

বন্দর কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আমদানি পণ্য নিয়ে আসা একটি জাহাজ থেকে কনটেইনারটি নিয়মবর্হিভূতভাবে খালাস করা হয়। যে কাভার্ডভ্যানে সেই কনটেইনার থেকে আমদানি করা কিসমিস তোলা হয়েছিল, সেই কাভার্ডভ্যানটি কাস্টমসের শুল্কায়নসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করা ভিন্ন পণ্য খালাসের জন্য বৈধভাবেই বন্দরে প্রবেশ করেছিল। কিন্তু সেই পণ্য না নিয়ে কাভার্ডভ্যানটি ৮৪০ কেজি কিসমিস নিয়ে বন্দর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

সারাবাংলা/আরডি/এসএস

কনটেইনার কিসমিস গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর