Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ১৯:৪২ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৯:৫২

ভুটানের থিম্পুতে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা: দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক দিয়েছে সার্ক ভুক্ত দেশগুলো। এ লক্ষ্যে দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভুটানের থিম্পুতে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশের সার্ক এগ্রিকালচার সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিন দিনব্যাপী এই কর্মশালাটি ঢাকার সার্ক কৃষি কেন্দ্র (এসএসি), ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়েলথ হাঙ্গার হিলফি-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। কর্মশালার লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদ্যমান কৃষিবান্ধব নীতি, কর্মসূচি ও বাস্তবচর্চা মূল্যায়ন করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এর বিস্তার ত্বরান্বিত করার উপায় নির্ধারণ করা।

বিজ্ঞাপন

বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা—এই পাঁচটি সার্ক সদস্য দেশের প্রতিনিধি, কৃষি ও পরিবেশবিষয়ক গবেষক, শিক্ষাবিদ, আন্তর্জাতিক ও দেশীয় বক্তা এবং প্যানেলিস্টরা এই কর্মশালায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব থিনলে নামগেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমাদ তরফদার এবং ভুটানের কৃষি বিভাগের পরিচালক ইয়োনটেন গিয়ামতশো। সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশিদ উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন। কর্মশালায় সার্কভুক্ত দেশসমূহের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৬৫ জন প্রতিনিধি অংশ নেন।

কর্মশালার শেষ দিনে দক্ষিণ এশিয়ার কৃষি-খাদ্য ব্যবস্থার পরিবেশবান্ধব কৃষি বিষয়ক রূপান্তর ত্বরান্বিত করতে একটি নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে আশা করা যাচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

কর্মশালা কৃষি খাত সার্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর