Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা ষড়যন্ত্র করে আমাদের বাধা দেওয়া হচ্ছে: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২০:২৮ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ২১:৪৭

নরসিংদী: ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবারও মাঠে নেমেছি। কিন্তু গত এক বছরে আমাদের নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাধা দেওয়া হয়েছে’—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’-র সমাপনী পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার কাজ এগিয়ে নিতে দেওয়া হয়নি, নতুন সংবিধান বা ঘোষণাপত্র প্রণয়ন তো দূরের কথা—ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণ পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমরা কোন দাবি থেকে পিছু হটিনি। আবারও সংগঠিত হয়ে জনগণের দাবি আদায় করবো।’

বিজ্ঞাপন

তিনি জানান, ‘গণঅভ্যুত্থানের দাবিতে জনগণ যেমন মাঠে নেমেছিল, এবারও সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ৩ আগস্ট শহিদ মিনারে সবাইকে একত্রিত হতে হবে।’

এনসিপি আহ্বায়ক দাবি করেন, ‘ছাত্র উপদেষ্টাদের নিয়ে ষড়যন্ত্র চলছে। তারা এনসিপির কেউ নন, বরং গণঅভ্যুত্থানের প্রতিনিধি। তাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে—এটি রুখে দিতে হবে।’

তিনি বলেন, ‘বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে শহিদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।’

নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, ‘আগামীর সংসদ ও আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়কার হবে। এজন্য এনসিপিকে আরও শক্তিশালী করতে হবে।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-এর সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস

নাহিদ ইসলাম ষড়যন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর