Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাফকো’র সঙ্গে গ্যাস বিক্রয় চুক্তি সই করেছে কেজিডিসিএল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২০:৫৫

– (ছবি : সংগৃহীত)

ঢাকা: কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর সঙ্গে একটি গ্যাস বিক্রয় চুক্তি সই করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

বুধবার (৩০ জুলাই) পেট্রোবাংলা কার্যালয়ে এ চুক্তি সই করা হয়।

চুক্তিতে কেজিডিসিএল-এর পক্ষে কোম্পানির সচিব কবির উদ্দিন আহম্মদ এবং কাফকো’র পক্ষে সিসিও ও কোম্পানি সচিব খাজা সাইদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

এ চুক্তির মাধ্যমে কাফকো-তে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। যা দেশের কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধিতে সরাসরি অবদান রাখবে বলে মনে করছে উভয়পক্ষ।

চুক্তি অনুযায়ী, কেজিডিসিএল কাফকো-কে গড়ে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে। এই বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ কাফকোর সার উৎপাদন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

চুক্তি সই অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, কেজিডিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসএম মঈন উদ্দীন আহম্মেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বিসিআইসি চেয়ারম্যান মো. ফজলুর রহমান এবং কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালকসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, কাফকো এবং পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্যসূত্র: বাসস

সারাবাংলা/আরএস

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড গ্যাস বিক্রয় চুক্তি