Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২০:৫২

সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষাক্ত সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে এক সাপুড়ে নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার বল্লোবের খাস ইউনিয়নের কাপালি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই সাপুড়ের নাম বয়েজ উদ্দিন। তিনি ওই ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে ইমরান আলীর বাড়িতে একটি বিষাক্ত সাপ দেখতে পায় পরিবারের লোকজন। পরে সাপটি ধরতে স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দিলে তিনি এসে স্থানীয়দের সহায়তায় সাপটি ধরেন। পরে বস্তায় ভরানোর সময় সাপটি বয়েজ উদ্দিনের হাতে কামড় দেয়। এর কিছুক্ষণ পর শরীরে বিষোক্রিয়া শুরু হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

কচাকাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম সাপ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই

কুড়িগ্রাম নিহত সাপুড়ে সাপের কামড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর