Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি’র ২ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২১:৫৪

বিএনপি’র ২ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৩০ জুলাই) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজিউর রহমান আসাদের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খানসহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বহিষ্কার আদেশ বাতিলসহ পুনঃতদন্তের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

বহিষ্কার নেতারা হলেন—অ্যাডভোকেট সৈয়দ আলম ও টিএম মাহবুবুর রহমান।

উল্লেখ্য, শনিবার (১২ জুলাই) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একপর্যায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের গাড়ি বহরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কমপক্ষে চার জন আহত হন। পরে গত ২৯ জুলাই কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়।

সারাবাংলা/এইচআই

বহিষ্কার বালিয়াডাঙ্গী বিএনপি বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর