Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেমিয়ানস অ্যাসোসিয়েশন বাকৃবির নেতৃত্বে মুর্তজা-সাকিব

বাকৃবি করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২২:১৬ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ২২:২১

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অ্যাসোসিয়েশন অব বাকৃবি-এর ২০২৫-২৬ বর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আহসানুল একরাম মুর্তজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল আলম সাকিব।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ এবং সহ-উপদেষ্টার দায়েত্ব পেয়েছেন একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার হাশেম।

বিজ্ঞাপন

কমিটিকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তাক হাসনাত, আবু নোমান মো. সিয়াম, মো. সাব্বির, অনুকূল শর্মা, সৌমিত রায় অর্ক, মনিরুজ্জামান মনির। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মির্জা জাকিরুল ইসলাম রবিন এবং সাহাম বিন ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক হিসেবে আল নাহিয়ান সাদ, দপ্তর সম্পাদক হিসেবে মো. আরকানুল ইসলাম আকিক, মানব সম্পদ সম্পাদক হিসেবে মো. সাইফ আরমান, ক্রীড়া সম্পাদক হিসেবে মশিউর রহমান ফাহিম, অর্থ সম্পাদক হিসেবে মো. রুহুল খান মুন মনোনিত হয়েছেন।

নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে।

সারাবাংলা/এসএস

বাকৃবি রেমিয়ানস অ্যাসোসিয়েশন