ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রাম শেষে তার চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (৩০ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুজিবুল আলম। তিনি জানান, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের এনজিওগ্রাম করানোর পর তার হার্টে তিনটি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকেরা এনজিওপ্লাস্ট নয়, বরং বাইপাস সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন।
মুজিবুল আলম আরও জানান, দলীয় নেতাদের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তিনি সে প্রস্তাব নাকচ করে দিয়ে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তার বাইপাস সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
ডা. শফিকুর রহমানের পরিবার তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। জামায়াতের পক্ষ থেকেও নেতাকর্মীদের প্রতি একই আহ্বান জানানো হয়েছে।