ঢাকা: গাজীপুরে পরিবেশ দূষণের অভিযোগে ৯টি শিল্প কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে এবং পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে বুধবার (৩০ জুলাই) এই অভিযান পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানায়, এসব কারখানা ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়া পরিচালিত হচ্ছিল। ফলে কারখানাগুলো বিপজ্জনক বর্জ্য সরাসরি নদী ও খালে নিষ্কাশন করে পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছিল।
সংযোগ বিচ্ছিন্ন কারখানাগুলো হলো: লী নভোটেক্স (প্রা.) লিমিটেড, বোর্ডবাজার,বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, দক্ষিণ খাইলকুর, পদ্মা ডেনিম টেকনোলজি, শিলমুন, গাজী থ্রেড এন্ড এক্সেসরিজ, বিসিক, টঙ্গী,তাহা ফ্যাশন, নদী বন্দর রোড, টঙ্গী, মোহাম্মাদীয়া ইয়ার্ন ট্রেডিং, মিরাশপাড়া, টঙ্গী,সামিট ওয়াশিং, মরকুন, টঙ্গী, ঢাকা ওয়াশ লিমিটেড, বিসিক, টঙ্গী,লাম মিম ফ্যাশন, শিলমুন টঙ্গী।
অভিযানটি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পরিচালিত হয়। সহকারী পরিচালক মিজানুর রহমান, রিসার্চ অফিসার মকবুল হোসেন এবং পরিদর্শক সঞ্জিত বিশ্বাস অভিযান পরিচালনায় সহায়তা করেন। এ ছাড়া ডেসকো পূর্ব বিদ্যুৎ বিভাগ, গাজীপুর পল্লী বিদ্যুৎ বিভাগ এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি অভিযানে সহযোগিতা করে।
বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ও পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। পরিবেশ সুরক্ষায় নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।