ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচিত ‘জুলাই সনদ’ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আইনি ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে এই সনদ শুধু প্রতীকী দলিল হয়ে থাকবে। জনগণের কাছে যার কোনো বাস্তব মূল্য নেই, এমন প্রস্তাবে সই করে লাভ কী?
বুধবার (৩০ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের ২২তম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তাহের বলেন, ‘আমরা শুরু থেকেই ধরে নিয়েছি, প্রস্তাবিত সংস্কারগুলো আইনগত ভিত্তি পাবে এবং তা বাস্তবায়ন বাধ্যতামূলক হবে। কিন্তু খসড়া সনদে যে লেখা এসেছে, তাতে বলা হয়েছে দুই বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে— কিন্তু সরকারের মেয়াদ বা এখতিয়ার সংক্রান্ত কোনো স্পষ্ট সময়সীমা নেই। এতে গভীর হতাশা তৈরি হয়েছে।‘
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বর্তমান সরকার দুই বছর ক্ষমতায় থাকতে চায় কি না, তাও স্পষ্ট নয়। যদি নতুন সরকার এসে এসব বাস্তবায়ন করে, তাহলে এতদিন ধরে যে আলোচনা ও পরিশ্রম হয়েছে, তা কেবল পরামর্শে সীমাবদ্ধ থাকবে। এর বাস্তব মূল্য কোথায়?’
তিনি বলেন, ‘বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে আমরা দেখেছি—আইনি জটিলতা পেরিয়ে অনেক সংকটের সমাধান হয়েছে। শহিদ জিয়াউর রহমান, এরশাদসহ অনেকে আইনি প্রক্রিয়ায় ক্ষমতায় এসে সংসদ গঠন ও আইন পাস করেছেন। তাই এবারও সেই পথ খোলা থাকা উচিত।’