Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসবায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

কসবা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫ ২৩:৩৪

কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২০২২ ও ২০২৩ সালের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের মধ্যে রয়েছে সার্টিফিকেট, ক্রেস্ট ও ব্যাংকের মাধ্যমে বৃত্তির ব্যবস্থা।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব তানজিলা খানম।

হাজীপুর শহিদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. সেলিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ।

বিজ্ঞাপন

বক্তব্য দেন আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম, কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজোলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম ভূইয়া, কসবা মহিলা মাদরাসার সুপার মো. আব্দুল করিম, চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুল হক দিপু, হাজীপুর শহিদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম অপু, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক রুপালী রাণী ঘোষ ও কসবা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ইশরাত জাহান মারিয়া।

কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব তানজিলা খান বলেন, ‘কেবলমাত্র শিক্ষার্থীদের পরিশ্রমেই সফলতা অর্জন করা সম্ভব নয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটি সকলের প্রচেষ্টায় সফলতা অর্জন করা সম্ভব।’

তিনি বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে সরকারের তিনটা প্রধান উদ্দেশ্য আছে। প্রথমত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। দ্বিতীয়ত শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ ও তাদের প্রতিষ্ঠানে ধরে রাখা। সবশেষ পরিচালনা ব্যবস্থা, পরিচালনা পদ্ধতি শক্তিশালী করা।’

তিনি আরও বলেন, ‘পরিশ্রমের মাধ্যমে তোমাদের এগিয়ে যেতে হবে এবং নিজের এলাকা ও দেশকেও এগিয়ে নিয়ে যেতে হবে।’

অনষ্ঠানে বক্তরা শিক্ষার মান উন্নয়ন, নকল দূরীকরণ ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে জোর দেন।

সারাবাংলা/এইচআই

উচ্চমাধ্যমিক কসবা মাধ্যমিক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ