Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐকমত্য কমিশন
৬২ প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ০০:৪১

ঐকমত্য কমিশনের বৈঠক।

ঢাকা: বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ে মোট ৬২টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর কাছে এ তথ্য পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

দুই কক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব

৩০টি দলের সম্মতিতে বাংলাদেশে একটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠনের প্রস্তাব গৃহীত হয়েছে। যেখানে থাকবে জাতীয় সংসদ (নিম্নকক্ষ) ও সিনেট (উচ্চকক্ষ)। দুই কক্ষেই বিরোধী দলের সদস্যদের থেকে ডেপুটি স্পিকার মনোনয়ন এবং রাষ্ট্রপতির অভিশংসন দুই-তৃতীয়াংশ ভোটে সম্পন্ন করার বিধানও প্রস্তাবিত।

বিজ্ঞাপন

নারী আসন ও ভাষাগত স্বীকৃতি

১৯টি দল জাতীয় সংসদে নারী আসন ১০০-তে উন্নীত করার প্রস্তাবে একমত হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ৬(২) প্রতিস্থাপন করে নাগরিক পরিচয় ‘বাংলাদেশি’ করা এবং সব মাতৃভাষাকে প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ৩১টি দল সম্মত হয়েছে।

সংবিধানে বহুজাতিক ও ধর্মনিরপেক্ষ চেতনার প্রতিফলন

সংবিধানে বাংলাদেশকে একটি বহুজাতি, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে দলগুলো একমত হয়েছে। মৌলিক অধিকার সম্প্রসারণ, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সংসদের অনুমোদন এবং সংবিধান সংশোধনের মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষার বিষয়েও ঐকমত্য গঠিত হয়েছে।

এ ছাড়াও দলগুলো একমত হয়েছে—

বিচার বিভাগ সংস্কার

  • আপিল বিভাগে বিচারক সংখ্যা বৃদ্ধি।
  • প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন (JAC) গঠন।
  • সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা।
  • বিচারকদের আচরণবিধি প্রণয়ন ও প্রকাশ।
  • বিচারকদের রাজনৈতিক আনুগত্য প্রদর্শনকে অসদাচরণ হিসেবে শাস্তিযোগ্য হিসেবে চিহ্নিত করার বিধান।

নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার

  • রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার প্রস্তাব।
  • স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধান।
  • সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের আধিপত্যে আনার প্রস্তাব।

জনপ্রশাসন সংস্কার

৩২টি দল একমত হয়েছে, জুলাই অভ্যুত্থানকালে গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের চিহ্নিত করতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রয়োজন রয়েছে।

  • স্বাধীন জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন।
  • তথ্য অধিকার আইন, ২০০৯ ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ সংশোধনের সুপারিশ।
  • কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠনের প্রস্তাব।
  • স্বতন্ত্র ভূমি আদালত স্থাপন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কার

  • দুদক কমিশনার সংখ্যা ৫ জনে উন্নীত।
  • মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৪ বছর।
  • কমিশনার নিয়োগে ৭ সদস্যবিশিষ্ট বাছাই ও পর্যালোচনা কমিটি।
  • সংবিধান সংশোধন করে দুদকের সাংবিধানিক ক্ষমতা নির্ধারণ।
  • ৩২ (ক) ধারা বাতিল করে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে আর সরকারের অনুমোদনের প্রয়োজন না রাখার প্রস্তাব।
  • ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে (OGP) অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা।

জাতীয় কৌশল ও স্বচ্ছতা

দলগুলো জাতীয় দুর্নীতিবিরোধী কৌশলপত্র প্রণয়নের পাশাপাশি অবৈধ উৎসবিহীন আয়ের বৈধতা দেওয়ার চর্চা চিরতরে বন্ধ করার আহ্বান জানিয়েছে। এছাড়া নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই

ঐকমত্য কমিশন রাজনৈতিক দল সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর