Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকা-স্বর্ণালংকার নিয়ে পালাল স্বামী, ঘরে ঝুলছে স্ত্রীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ০০:৫০ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ ০০:৫৪

ভোলা: ভোলা সদর উপজেলার দিঘলদী ইউনিয়নে সুমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমা আক্তার উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পান ব্যবসায়ী মো. কামালের স্ত্রী।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে সুমা আক্তারের পরিবারের দাবি, কামাল তার সঙ্গে ঝগড়াঝাটি করে স্বর্ণালংকার নিয়ে ঘর থেকে পালিয়ে যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ১০ বছর বয়সী ছেলে তাহসিনকে স্কুলে নিয়ে যান সুমা আক্তার। এর পর ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। দুপুরের দিকে ছেলে তাহসিন বাসায় এসে ঘরের দরজা বন্ধ দেখে তার মাকে অনেক ডাকাডাকি করেন। মায়ের সাড়া না পেয়ে সে পার্শ্ববর্তী চাচার বাসায় গিয়ে বিষয়টি জানালে তারা এসে সুমাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহতের বড় বোন সেলিনা আক্তার জানান, গত ১৪-১৫ বছর আগে ঢাকায় প্রেমের সম্পর্ক করে তার বোন সুমা আক্তারকে বিয়ে করেন মো. কামাল। তাদের সংসারে তাহসিন নামের ১০ বছর বয়সী একটা ছেলে আছে। প্রেম করে বিয়ে করার বিষয়টি প্রথমে তারা মেনে না নিলেও বোনের সুখের কথা চিন্তা করে তারা বিষয়টি মেনে নেয়। বিয়ের পর থেকেই কামাল তার বোনের সঙ্গে খারাপ ব্যবহার করতো। এমনকি বিভিন্ন সময় মারধরও করতো। গত ৬ মাস আগ থেকে তাদের পারিবারিক দ্বন্দ্ব বড় আকার ধারন করে। সামান্য বিষয় নিয়েই সুমাকে তালাক দেওয়ার কথা বলতো কামাল। স্বামীর খারাপ আচরণ ও মারধরের কথা সুমা আক্তার প্রায়ই বড় বোনকে বলতো।

সর্বশেষ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুমা আক্তার বড় বোনকে মোবাইলে জানায়, তার স্বামী কামাল সকালে ঘরে থাকা টাকা ও তার তিনভরি স্বর্ণালংকার নিয়ে তাকে না জানিয়ে চলে গেছে। বিষয়টি তার ছোট ভাই বিল্লাল ও বিল্লালের স্ত্রীকে জানালে তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো তার সঙ্গে উপহাস করে। পরে তাকে শান্তনা দিয়ে বড় বোন কামালকে ফোন দেয়। কামাল প্রথমে বিষয়টি স্বীকার না করলেও এক পর্যায়ে স্বীকার করে যে, সে স্বর্ণালংকার ও টাকা নিয়েছে। কথায় এক পর্যায়ে কামাল তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। বিকেল ৪টার দিকে কামাল মোবাইলে জানায় সুমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সেলিনা আরো বলেন, তার বোন জামাই কামাল এর আগেও কয়েক বার তার বোনকে বাসায় রেখে অনেক দিন ধরে পালিয়ে ছিলেন। বিষয়টি তারা সে সময় এতটা গুরুত্ব দেয়নি। কামালের তার বোনকে স্ত্রী হিসেবে কখনো শান্তি দেয়নি। এ সকল ক্ষোভ থেকেই তার বোন আত্মহত্যা করেছে। এর জন্য কামাল ও তার ছোট ভাই বিল্লাল দায়ী। তাদের কারনেই তার বোন আত্মহত্যা করেছে বলে দাবি করেন তিনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত চলছে।

সারাবাংলা/এসএস

টাকা মরদেহ স্ত্রী স্বর্ণালংকারপালাল স্বামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর