Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব ও আসামি নির্যাতন, ৫ পুলিশ বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ০২:৪৭

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের মাধ্যমে সংসার ভাঙার চেষ্টা, কর্মস্থলে অনুপস্থিত ও নির্যাতনের অভিযোগে পুলিশের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

সাময়িক বরখাস্ত কর্মকর্তারা হলেন- রাজশাহীর সাবেক ডিআইজি আনিসুর রহমান, রংপুর মহানগর পুলিশের সাবেক ডিসি মোহাম্মদ শিবলী কায়সার, র‌্যাবের অতিরিক্ত এসপি জুয়েল চাকমা, ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক এডিসি (এসপি পদে সুপার নিউমারারারি পদোন্নতি পাওয়া) রাজীব দাস ও বরিশাল আরআরএফের এএসপি আফজাল হোসেন।

বিজ্ঞাপন

এসপি শিবলী কায়সারকে চাঁদাবাজির মামলা করতে আসা ব্যক্তিকে মারধরের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত এসপি জুয়েল চাকমা মেডিকেল প্রশ্নফাঁসের অভিযোগে পাঁচ চিকিৎসককে গ্রেফতার করে নির্যাতন ও তাদের যথাসময়ে আদালতে হাজির না করানোর অভিযোগে বরখাস্ত হয়েছেন দুই বছর আগে।

কনস্টেবলের প্রথম স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া, কুপরামর্শ ও তার সংসার ভাঙার চেষ্টার অভিযোগে বরখাস্ত হয়েছেন এএসপি আফজাল। ডিআইজি আনিসুর রহমান ও এডিসি রাজীব দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পলায়নের অভিযোগে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

অনৈতিক প্রস্তাব পুলিশ বরখাস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর