Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, অনিশ্চিত বাংলাদেশের খেলা

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৫ ০৮:২৯

অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত

১২৮ বছর পর অলিম্পিকের আসরে ফিরছে ক্রিকেট। আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে তাই উদ্দীপনার শেষ নেই। বাংলাদেশও এর বাইরে নয়। তবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলা নিয়েই শঙ্কা জেগেছে বাংলাদেশের!

আগামী অলিম্পিকে ক্রিকেট ফেরার খবরে আনন্দে ভেসেছিল ক্রিকেট খেলুড়ে দেশগুলো। তবে তাদের সেই আনন্দ অনেকটাই উবে গেছে অলিম্পিক কমিটির নতুন এক সিদ্ধান্তে।

অলিম্পিকে এবার ক্রিকেটে নারী এবং পুরুষ দুই বিভাগেই অংশ নেবে ছয়টি করে দল। প্রতিটি দলে থাকবে ১৫জন করে খেলোয়াড়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেট ডিসিপ্লিনের জন্য লিঙ্গ ভিত্তিক ৯০জন করে (১৫*৬=৯০) অ্যাথলেটের জায়গা বরাদ্ধ দিয়েছে। নারী-পুরুষ মিলিয়ে মোট ১৮০ জন অ্যাথলেট ক্রিকেট ডিসিপ্লিনে অংশ নেয়ার সুযোগ পাবে। সে হিসেবে প্রতি দলে ১৫জন করে হলে ৬টি করে দল অংশ নিতে পারবে এবারের অলিম্পিকে।

বিজ্ঞাপন

১২টি ক্রিকেট খেলুড়ে দেশ আইসিসির পূর্ণ সদস্য হলেও অলিম্পিকে অংশ নিতে পারবে মাত্র ৬টি দেশ। শুধু তাই নয়, এই ৬টি দেশ আবার নির্বাচিত হবে মহাদেশীয় ভিত্তিতে।

প্রতিটি মহাদেশ থেকে মাত্র একটি করে দল অংশ নিতে পারবে আগামী অলিম্পিকে। বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুসারে এশিয়ার শীর্ষ দল ভারত (র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর), ওশেনিয়ার সেরা অস্ট্রেলিয়া (র‍্যাঙ্কিংয়ে ২), ইউরোপের সেরা ইংল্যান্ড (র‍্যাঙ্কিংয়ে ৩) আর আফ্রিকার সেরা দল দক্ষিণ আফ্রিকা (র‍্যাঙ্কিংয়ে ৫) সরাসরি খেলার সুযোগ পাবে। এছাড়াও খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সবশেষ জায়গাটি কীভাবে পূরণ করা হবে, সেটি দ্রুতই জানিয়ে দেবে অলিম্পিক কমিটি।

এই নিয়মেই বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলংকা সবারই অলিম্পিকে অংশ নেওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। শেষ পর্যন্ত বাংলাদেশসহ অন্য দেশগুলোর ভাগ্যে কী আছে, সেটা জানা যাবে অলিম্পিক কমিটির আগামী বৈঠকেই।

২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেট ইভেন্টে নারী-পুরুষ দুটি স্বর্ণের লড়াই হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনায় ফেয়ারগ্রাউন্ডেসে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমসে ক্রিকেট ইভেন্টের সবগুলো খেলা।

সারাবাংলা/এফএম

অলিম্পিক ক্রিকেট বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর