Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই পদযাত্রায় জনগণের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়েছে এনসিপি: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ০৮:৪৭

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে। দলটি দাবি করেছে, এই পদযাত্রার মাধ্যমে তারা জনগণের সঙ্গে একটি ‘আত্মিক সম্পর্ক’ গড়ে তুলতে সক্ষম হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি শেষ হওয়ার পর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এই পদযাত্রা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ছিল জনগণের আশা, ক্ষোভ ও প্রত্যাশার সঙ্গে একাত্ম হওয়ার প্রচেষ্টা। এনসিপি ভবিষ্যতেও এই সম্পর্ক আরও গভীর করতে চায়।”

তিনি জানান, পদযাত্রার সময় কিছু স্থানে দুর্ভোগ ও সমস্যা সৃষ্টি হয়েছিল, সেজন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

একইসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমেই এই পদযাত্রার প্রকৃত সফলতা আসবে। না হলে, ৩ আগস্ট সারা দেশের মানুষ শহিদ মিনারে ঐক্যবদ্ধ হবে—এ আহ্বান রইল।”

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে ১ জুলাই শহিদ ছাত্রনেতা আবু সাঈদের কবর জিয়ারত দিয়ে শুরু হওয়া এই পদযাত্রা দেশের বিভিন্ন জেলায় পথে পথে পথসভা ও জনসম্পৃক্ততার মাধ্যমে চলেছে পুরো মাসজুড়ে।

তবে পদযাত্রার পুরো দেশব্যাপী বাস্তবায়নে কিছু বাধা ছিল। নাহিদ ইসলাম জানান, গোপালগঞ্জে সশস্ত্র হামলা ও মাইলস্টোন ট্র্যাজেডির কারণে কয়েকটি অঞ্চলে কর্মসূচি সম্পন্ন করা সম্ভব হয়নি।

এ কারণে আগামী ৫ আগস্টের পর বাকি ৬৪ জেলায় “জনগণের কাছে সরাসরি পৌঁছার” অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সারাবাংলা/এফএন/ইআ

এনসিপি জুলাই পদযাত্রা নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর