Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের নাম-জন্ম তারিখের ভুল সংশোধনের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ০৯:০১

ঢাকা: আগামী ২৮ আগস্ট পর্যন্ত ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের নাম, জন্মতারিখ, ছবি ও পিতা-মাতার নামসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

বুধবার (৩০ জুলাই) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তারা নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধনের আবেদন করতে পারবে। এ জন্য প্রতিটি সংশোধনের জন্য ৩০০ টাকা বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে, যা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

আর সংশোধন প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট মাদরাসাকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইএসআইএফ পোর্টাল (www.ebmeb.gov.bd) থেকে ইআইএনএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর যৌক্তিক সংশোধনের জন্য আবেদন করা যাবে। সংশোধন অনুমোদনের পর সংশ্লিষ্ট শিক্ষার্থীর আপডেট তথ্য ইএসআইএফ লিস্টে প্রদর্শিত হবে।

আর শিক্ষার্থী বা অভিভাবকরা সংশ্লিষ্ট মাদরাসার মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

সারাবাংলা/এনএল/ইআ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড মাদরাসা শিক্ষা বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর