Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

“দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি সম্পন্ন এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ০৯:১৪

ঢাকা: স্মরণ, শ্রদ্ধা ও সংলাপ—এই মূলমন্ত্রকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি শেষ হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে সাভারের বাইপাইলে এক পথসভা ও পদযাত্রার মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, “ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা যেভাবে পথসভায় অংশ নিয়েছেন, তা জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা ও সংকল্পের প্রতিফলন।”

পদযাত্রা শেষে শীর্ষ নেতারা রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করেন ঢাকা মহানগর শাখার নেতারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র ও জনতার নেতৃত্বে সংঘটিত ‘জুলাই অভ্যুত্থান’ দেশের রাজনীতিতে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়। রাজনৈতিক জবাবদিহি, মানবাধিকার ও অংশগ্রহণমূলক শাসনের দাবি নিয়ে গড়ে ওঠা সেই আন্দোলনের মূল্যবোধকে সামনে রেখেই এনসিপি এই বছরের কর্মসূচি হাতে নেয়।

মাসব্যাপী কর্মসূচির শুরু হয়েছিল ১ জুলাই, শহিদ ছাত্রনেতা আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। এরপর প্রতিদিন দেশব্যাপী নানা পথসভা, জনসংযোগ ও পদযাত্রার আয়োজন করে এনসিপি, যেখানে অংশ নেন সাধারণ মানুষ, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক কর্মীরা।

এ বিষয়ে দলের যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বলেন, “এই পদযাত্রা কেবল স্মরণ নয়, এটি ছিল জনগণের সঙ্গে সরাসরি সংলাপের একটি সুযোগ। আমরা শুনেছি তাদের আশা-আকাঙ্ক্ষা, ক্ষোভ ও স্বপ্নের কথা—সেই কথাগুলোই হবে আমাদের আগামী দিনের দিকনির্দেশনা।”

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচি শুধু জুলাই মাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ভবিষ্যতেও সাংগঠনিক ভিত্তিতে ছড়িয়ে দেওয়া হবে “নতুন বাংলাদেশ গড়ার” জাতীয় প্রয়াস হিসেবে।

সারাবাংলা/এফএন/ইআ

এনসিপি জুলাই পদযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর