Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক এশিয়ার নতুন স্বতন্ত্র পরিচালক আতাউর রহমান

সারাবাংলা ডেস্ক
৩১ জুলাই ২০২৫ ০৯:৩৯

মো. আতাউর রহমান।

ঢাকা: ব্যাংক এশিয়া পিএলসিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন জনপ্রশাসনে অনন্য ক্যারিয়ারের অধিকারী মো. আতাউর রহমান, এনডিসি।

তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৪ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

সফল কর্মজীবনে আতাউর রহমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যানও ছিলেন।

বিজ্ঞাপন

আতাউর রহমান বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/ইআ

ব্যাংক এশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর