Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
৩১ জুলাই ২০২৫ ১০:০৯

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ব্যাংকের খুলনা জোনাল অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ।

যশোর জোনপ্রধান মো. শফিউল আজমের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে ধন্যবাদ জানান খুলনা জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী। সম্মেলনে খুলনা ও যশোর জোনের অধীনস্থ শাখাগুলোর প্রধান, নির্বাহী এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

সভায় ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্স পর্যালোচনার পাশাপাশি আগামী ছয় মাসের ব্যবসায়িক কৌশল ও লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ে আলোচনা হয়। বক্তারা সময়োপযোগী সেবা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এই সম্মেলন ইসলামী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতিকে বেগবান করার পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাঝে উদ্দীপনা ও ঐক্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সারাবাংলা/ইআ

ইসলামী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর