ঢাকা: জলবায়ু পরিবর্তন, যানজট, শিল্পকারখানার দূষণ এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বেড়েই চলেছে। এই তালিকায় দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজধানী ঢাকা অন্যতম দূষিত শহর হিসেবে পরিচিত।
তবে ৩১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৭টা ৫০ মিনিটের আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৭৯, যা তাকে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২২তম অবস্থানে এনেছে। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এদিন বিশ্বে সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার AQI স্কোর ১৫৬। দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (AQI ১৫৪) এবং তৃতীয় স্থানে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (AQI ১৫৪)।
তালিকার পরবর্তী শহরগুলো হলো:
চতুর্থ— মিনিয়াপলিস, যুক্তরাষ্ট্র (AQI ১৫২), পঞ্চম— টরন্টো, কানাডা (AQI ১৩৯), ষষ্ঠ— দুবাই, সংযুক্ত আরব আমিরাত (AQI ১৩৫), সপ্তম— মন্ট্রিয়াল, কানাডা (AQI ১২৩)
বিশেষজ্ঞদের মতে, AQI স্কোর যদি বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে ভালো ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
ঢাকার বর্তমান স্কোর অনুযায়ী, শিশুসহ বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের বাইরে কাজ বা চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
পরিবেশবিদরা বলছেন, বায়ুদূষণ রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকা সহ অন্যান্য শহরের মানুষের স্বাস্থ্যঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়বে।