Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সঙ্গে তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৫ ১১:৪৮ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৭:০৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের পরেই পাকিস্তানের সঙ্গে একটি বৃহৎ তেল চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৩০ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দিয়ে ট্রাম্প জানিয়েছেন, ‘পাকিস্তানের বিশাল তেল মজুদ উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র ও পাকিস্তান যৌথভাবে কাজ করবে।’

ট্রাম্প লিখেছেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি। এর মাধ্যমে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে তাদের বিশাল তেল সম্পদ উন্নয়নে কাজ করবে। কোন তেল কোম্পানি এই প্রকল্পের নেতৃত্ব দেবে তা নির্ধারণের কাজ চলছে। কে জানে, হয়তো একদিন পাকিস্তান ভারতকেও তেল বিক্রি করবে!’

বিজ্ঞাপন

এই বিষয়ে এখনো পর্যন্ত পাকিস্তানের ওয়াশিংটন দূতাবাস কোনো মন্তব্য করেনি।

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন তিনি ভারতের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক এবং অতিরিক্ত দণ্ডমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘অন্যান্য দেশগুলোও শুল্ক হ্রাসের প্রস্তাব দিচ্ছে। এসব পদক্ষেপ আমাদের বাণিজ্য ঘাটতি অনেক কমিয়ে আনবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন যথাসময়ে প্রকাশ করা হবে।’

 

সারাবাংলা/এনজে

ট্রাম্প তেল চুক্তি পাকিস্তান যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর