ইনজুরির সঙ্গে লড়ছেন কয়েক বছর ধরেই। ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ করতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে খেলেছেন মাত্র ৩টি টেস্ট। এবার গুঞ্জন উঠেছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে নাও খেলতে পারেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ।
পিঠের ইনজুরিটা বছরে দুয়েক ধরেই বেশ ভোগাচ্ছে বুমরাহকে। সবশেষ এই বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে ইনজুরির কারণে খেলার মাঝপথেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর বেশ কয়েক মাসের বিশ্রামের পর দলে ফিরেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থাকলেও সিরিজের সবগুলো টেস্ট খেলবেন না বুমরাহ, আগেভাগেই জানিয়ে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। হয়েছেও সেটাই, ৫ টেস্টের মাত্র ৩টি তে খেলেছেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে নেই বুমরাহ।
বুমরাহর এমন বেছে বেছে খেলা নিয়ে প্রশ্নটা উঠেছিল আগেই। আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপে তার থাকা নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন।
সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া যেমন আশংকা করছেন, বুমরাহ শেষ পর্যন্ত নাও খেলতে পারেন এশিয়া কাপে, ‘তার ইনজুরি নিয়ে অনেক কথাই হয়েছে। ইংল্যান্ড সফরেও সে সব ম্যাচে খেলেনি। এশিয়া কাপে সে খেলবেন কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন।’
শেষ পর্যন্ত এশিয়া কাপের স্কোয়াডে বুমরাহকে রাখবে কিনা ভারত, সেটা জানা যাবে আগামী মাসেই। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়া কাপের এবারের আসরের। টি-২০ ফরম্যাটে হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর।