ঢাকা: সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই তিন বিভাগের অধিকাংশ এলাকায় প্রবল বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুর ১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব অঞ্চলে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার চেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। এ ছাড়াও, অতিবৃষ্টি জনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতাও দেখা দিতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।