Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে সাধারণ গ্রাহক পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম বন্ধের ঘোষণা এইচএসবিসি’র

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৫:৫০

– (ছবি : সংগৃহীত)

ঢাকা: বাংলাদেশে সাধারণ শ্রেণীর গ্রাহক বা খুচরা (রিটেইল) ব্যাংকিং কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে বিদেশি ‘হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন’ (এইচএসবিসি)। চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকে এ প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হবে। এ লক্ষ্যে আশু পদক্ষেপ হিসেবে রিটেইল পর্যায়ে গ্রাহক সংগ্রহ বা অ্যাকাউন্ট খোলার কার্যক্রম বন্ধ রাখা হবে। তবে খুচরা পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম বন্ধ হলেও কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

বুধবার (৩০ জুলাই) ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত মূলত বাংলাদেশে এইচএসবিসি’র রিটেইল ব্যবসার আপেক্ষিক বাজার অবস্থান এবং বৈশ্বিক পোর্টফোলিওতে এ খাতের কৌশলগত গুরুত্ব পর্যালোচনার ভিত্তিতে নেওয়া হয়েছে। আর রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও বিদ্যমান গ্রাহকদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট স্থানান্তরের জন্য সেবা দেবে ব্যাংকটি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে এইচএসবিসি’র কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবসা আগের মতোই চলবে এবং গ্রুপটি এ খাতে ট্রেড, বিনিয়োগ ও গ্রাহকসেবা কার্যক্রম জোরদার করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পদক্ষেপ এইচএসবিসি গ্রুপের বৈশ্বিক কার্যক্রমকে আরও সহজ, লক্ষ্যভিত্তিক ও প্রতিযোগিতামূলক করার পরিকল্পনার অংশ, যা গত ২০২৪ সালের অক্টোবরে ঘোষণা করা হয়। যেসব বাজারে ব্যাংকটির শক্তিশালী প্রতিযোগিতামূলক অবস্থান রয়েছে, সেসব বাজারেই গ্রাহকদের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত রাখার কথা জানিয়েছে এইচএসবিসি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৩ ডিসেম্বর থেকে এইচএসবিসি ব্যাংক বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। গত ২০২৪ সালের মার্চে ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ৪০৪ কোটি ৫০ লাখ টাকা। ব্যাংকটির মোট শাখার সংখ্যা ৬টি, এর মধ্যে এডি শাখা ২টি। চলতি পঞ্জিকা বছরের গত মার্চ শেষে ব্যাংকটিতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৬৫৪ কোটি টাকা। এটি ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের ৩ দশমিক ৩৭ শতাংশ। খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকটিতে কোনো প্রভিশন ঘাটতি নেই।

রিটেইল গ্রাহকরা বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লিংকে:
mail.hsbc.com.hk/bd/hsbc_notice.pdf
এছাড়াও প্রশ্ন থাকলে ইমেইল করতে পারেন: [email protected]
বা ফোনে কথা বলতে পারেন:
বাংলাদেশ থেকে: ১৬২৪০
আন্তর্জাতিক কলের জন্য: ০৯-৬৬৬৭-১৬২৪০

সারাবাংলা/আরএস

এইচএসবিসি ব্যাংক রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ