Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৫:০৬ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৫:১০

মোকলেছুর রহমান বিমান।

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোকলেছুর রহমান বিমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার (৩১ জুলাই) গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ২১ নভেম্বর রণচন্ডী ইউপি চেয়ারম্যানকে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তাকে মাইক্রোবাসে করে থানায় নেয়ার সময় তার সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা চালায় এবং গ্লাস ভাঙচুর করে। ওই ঘটনায় সে সময় চারজন পুলিশ সদস্য আহত হন।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান। বিমানের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার তিনি প্রধান আসামি।

সারাবাংলা/এনজে

ইউপি চেয়ারম্যান গ্রেফতার যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর