নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় শশুরবাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন বেদনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে হাতিয়া থানা পুলিশ।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, আটক আলাউদ্দিন বেদনের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।
আটক আলাউদ্দিন বেদন চট্রগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং তিনি সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে পলাতক আওয়ামী লীগের নেতা বেদনকে গ্রেফতার করা হয়।