Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৬:২৫ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৬:২৭

মৃত ইয়াসিন আলী।

নীলফামারী: জেলার সৈয়দপুরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন আলী (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ডালিয়া ক্যানেলের পাশে সেলফির মোড় নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইয়াসিন আলী বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া এলাকার মিনারুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা একটি আকাশমণি গাছে ইয়াসিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত থানায় খবর দেন। পরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয় ইয়াসিনের। অনেকের মতে, অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে অন্য একটি পক্ষ বলছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সারাবাংলা/এনজে

উদ্ধার কিশোর ঝুলন্ত মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর