Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁর ধামইরহাট সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৬:৩৭

পুশইন হওয়া ১০ বাংলাদেশি।

নওগাঁ: নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করে। এদের মধ্যে ২ জন পুরুষ এবং ৮ জন নারী।

পুশইনের বিষয়টি নিশ্চিত করেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটকরা হলেন- আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)।

বিজিবি আরও জানায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক স্থান হতে ১০ জন বাংলাদেশিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

ধামইরহাট সীমান্ত পুশইন বিএসএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর