Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীরে ময়লা ছিটিয়ে অভিনব কায়দায় চুরি, গ্রেফতার আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৬:৫৯

গ্রেফতার হান্নান।

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের ছোটবাজার এলাকায় অভিনব কৌশলে ৪ লাখ টাকা চুরির দুই বছর পর হান্নান (৬২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতার হান্নান ঢাকা চকবাজার এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ময়মনসিংহ পিবিআই এর পুলিশ সুপার রফিকুল আক্তার জানান, ২০২২ সালের ৯ নভেম্বর দুপুরে এক বৃদ্ধের শরীরে ময়লা ছিটিয়ে বিভ্রান্ত করে পাশে রাখা ব্যাগ থেকে চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায় হান্নান।

এ ঘটনায় ভুক্তভোগী শামছুল আলম থানায় মামলা করলে প্রাথমিক তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় আদালতের নির্দেশে পিবিআই তদন্তভার গ্রহণ করে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ঢাকার চকবাজার এলাকা থেকে হান্নানকে গ্রেফতার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সত্যতা স্বীকার করেছে বলে পিবিআই জানায়। সে আন্তঃজেলা চোর দলের সদস্য ও একাধিক মামলায় অভিযুক্ত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

আসামি গ্রেফতার চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর