সাতক্ষীরা: সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের মাউন্দে নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে, বুধবার (৩০ জুলাই) বিকেলে শ্যামনগর উপজেলার মাউন্দে নদী সংলগ্ন এলাকায় অভিযান করে অস্ত্র উদ্ধার করে কোস্টগার্ড কৈখালী স্টেশন।
তিনি বলেন, ‘অভিযানের সময় সন্দেহজনক একব্যক্তি পালানোর চেষ্টা করলে আত্মসমর্পণের আহ্বান জানায় কোস্টগার্ডের সদস্যরা। কিন্তু তিনি অমান্য করলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে কোস্টগার্ড। এতে ওই ব্যক্তির সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে বনের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।’
জব্দ অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।