ঢাকা: বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে আরোপিত পালটা শুল্কনীতি নিয়ে সমঝোতার আশ্বাসে দেশের পুঁজিবাজারের সূচকে বড়ধরনের উত্থান ঘটেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বড় উত্থানের পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। ফলে প্রধান বাজারের লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
এর আগে গত বছরের ১৪ আগস্ট লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৩ কোটি টাকা। এরপর ১১ মাস ১৭ দিন পর আজ সর্বোচ্চ লেনদেন হলো। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। যা আগের দিন ৫৪ পয়েন্ট বেড়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৩২০ কোটি ২৩ লাখ টাকার বা ৪৩ শতাংশ।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০টি বা ৩৮ দশমিক ০৭ শতাংশের। আর দর কমেছে ১৬৭টি বা ৪২ দশমিক ৩৮ শতাংশের। তবে দর পরিবর্তন হয়নি ৭৭টি বা ১৯ দশমিক ৫৪ শতাংশের। বেশিরভাগ কোম্পানির দর কমলেও মূলত ব্যাংক ও বড় মূলধনী কোম্পানির দর বাড়ায় সূচক বেড়েছে বেশি।
অপর দিকে সিএসইতে বৃহস্পতিবার ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭ টির, কমেছে ৮৭ টির এবং পরিবর্তন হয়নি ৩৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২০২পয়েন্টে।
আগের দিন সিএসইতে ২৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই বেড়েছিল ৬২ পয়েন্ট।