Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৭:২০

অভিযান চালিয়ে সাইদুর রহমানকে আটক করেছে যৌথ বাহিনী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক সাইদুর রহমান দামুড়হুদা উপজেলা শহরের ব্রিজ পাড়ার মরহুম কিয়াম উদ্দীন ওরফে ঘ্যানার ছেলে।

দামুড়হুদা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হিমেল রানা জানান, সেনাবাহিনী ও দামুড়হুদা মডেল থানা পুলিশ এদিন ভোরে সাইদুর রহমানকে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। এরপর তার তথ্য অনুযায়ী উপজেলার পরিষদ গেটের অপর পাশে তার ইলেট্রনিক্সের দোকান থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

অস্ত্রসহ আটক আটক চুয়াডাঙ্গা যৌথ বাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর