Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সুনামগঞ্জে গ্রাফিতি প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৭:৪০ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৭:৪৩

ঐতিহ্য জাদুঘরে গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান।

সুনামগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে জেলা প্রশাসনের আয়োজনে এই গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এছাড়াও সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমিন, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকতসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাজেদুল কিবরিয়া ওহি এবং সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী অদ্রিতা বড়ুয়া।

সারাবাংলা/এনজে

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি গ্রাফিতি প্রদর্শনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর