পঞ্চগড়: পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার পৃথক ২ সীমান্ত এলাকা দিয়ে নারী-পুরুষসহ ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে ৭ জনকে আটক করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এদিকে পঞ্চগড় সদরের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষসহ আরও ১০ জনকে আটক করে নীলফামী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানি বিওপির সীমান্ত এলাকা দিয়ে ৭জন পুরুষকে পুশইন করে বিএসএফ। পরে ভজনপুরে অবস্থান করলে স্থানীয়দের সহায়তায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যটালিয়নের সদস্যরা তাদের আটক করে। এদিকে পঞ্চগড় সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে পুশইন করা একজন পুরুষ ও নয় জন নারী সহ ১০ জনকে আটক করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটকের পর তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। সম্প্রতি তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।
আটকরা বাংলাদেশের হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, সিলেট, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান ও তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, বিজিবির জিডির ভিত্তিতে সদর সীমান্ত দিয়ে পুশইন হওয়া নারী ও পুরুষদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় যাচাই চলছে। আপাতত তাদের স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।