Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারকে তামাক কোম্পানির প্রভাব থেকে মুক্ত হতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৮:৪৯

বিএনপির স্থায়ী কমিটর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা: সরকারকে তামাক কোম্পানির প্রভাব থেকে মুক্ত হয়ে জনস্বাস্থ্যবান্ধব নীতিনির্ধারণের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গুলশানের সিক্স সিজন্স হোটেলে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসির বাস্তবায়ন ও আর্টিকেল ৫.৩ প্রতিপালনে সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি তামাকমুক্ত ও জনস্বাস্থ্য সচেতন বাংলাদেশ চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সুফল অর্জন করুক। তামাক কোম্পানির প্রভাবমুক্ত নীতিনির্ধারণ নিশ্চিত করাই জনস্বাস্থ্যের সুরক্ষার প্রথম পদক্ষেপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আর্টিকেল ৫.৩ অনুযায়ী তামাক কোম্পানির বাণিজ্যিক স্বার্থ ও জনস্বার্থ কখনো এক হতে পারে না। সরকারকে তামাক কোম্পানির প্রভাব থেকে মুক্ত হয়ে জনস্বাস্থ্যবান্ধব নীতিনির্ধারণে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজকের সেমিনারের বিষয়বস্তুর সঙ্গে আমি একমত। এই যে আর্টিকেল ৫.৩ যেটি আছে, সেটি কোনোরকম পরিবর্তন করা যাবে না। এটা আত্মঘাতী হবে এবং আমাদের জাতীয় স্বার্থবিরোধী হবে। হয়ত আপাতত দেখা যাবে যে, রাজস্ব বেশি আসবে। কিন্তু সব কিছুর ক্ষতি হবে। অতএব এটা কোনো ক্রমেই সংশোধন করা যাবে না। এটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘তামাক কোম্পানির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম আসলে জনস্বাস্থ্যকে প্রভাবিত করার কৌশল মাত্র। এফসিটিসির উদ্দেশ্য হচ্ছে, তামাক ব্যবহারের হার হ্রাস করে জনস্বাস্থ্য রক্ষা করা, তামাকজাত দ্রব্যের উৎপাদন, বিপণন ও ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং তামাক কোম্পানির প্রভাব থেকে সরকারি নীতিমালা সুরক্ষিত রাখা।’

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন আহ্ছানিয়া মিশনের হেল্থ ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. শহীদুল আলম।

সারাবাংলা/এজেড/এইচআই

আর্টিকেল ৫.৩ ড. খন্দকার মোশাররফ হোসেন তামাক বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর