Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা‌দেশ-যুক্তরা‌ষ্ট্রের যৌথ সাম‌রিক মহড়ায় মার্কিন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৮:৫৮

বাংলা‌দেশ-যুক্তরা‌ষ্ট্রের যৌথ সাম‌রিক মহড়ার অনুশীলনে মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ‘টাইগার লাইটনিং-২০২৫’ অনুশীলনের সমাপ্তিতে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন।

বৃহস্প‌তিবার (৩১ জুলাই) ঢাকার মা‌র্কিন দূতাবাস সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে এক পো‌স্টে এই তথ্য জানায়।

মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ‘টাইগার লাইটনিং ২০২৫’ অনুশীলনের সমাপ্তিতে অংশগ্রহণ করেন। এই যৌথ সামরিক মহড়া দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্বকে আরও গভীর ও সুসংহত করে।

বিজ্ঞাপন

যৌথ কৌশলগত ও সামরিক প্রশিক্ষণের মাধ্যমে ‘টাইগার লাইটনিং’ জরুরি পরিস্থিতিতে সাড়াদানের সক্ষমতা বাড়ায় এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করে বলেও উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/একে/এইচআই

ট্রেসি জ্যাকবসন মার্কিন রাষ্ট্রদূত যৌথ সাম‌রিক মহড়া