Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ দিন পর ফের করোনায় মৃত্যু, শনাক্ত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৮:৫৫

করোনাভাইরাস। ফাইল ছবি

ঢাকা: দেশে করোনাভাইরাসে নয়দিন পর গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও তিনজনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। যদিও আগের দুইদিন করোনায় মৃত্যু ও শনাক্ত দু’টোই ছিল শূন্য।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮১টি নমুনা পরীক্ষা তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া, করোনায় গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন।

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬৪ জন। এ ছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জন। আর এ পর্যন্ত সর্বমোট মারা গেছেন ২৯ হাজার ৫২৮ জন।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল বুধবার কারও দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এ সময়ে করোনায় কারও মৃত্যুর হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

করোনা টপ নিউজ মৃত্যু শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর